• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ক্যাবল দিয়ে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াকে জুড়বে গুগল-ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ মার্চ ২০২১, ১০:০৬
Google-Facebook will connect Singapore and Indonesia with cable
সংগৃহীত ছবি

সমুদ্র তলদেশে ক্যাবল স্থাপন করার মাধ্যমে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়াকে সংযুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে গুগল ও ফেসবুক।

জানা গেছে, ইকো এবং বাইফ্রস্ট নামক এ ক্যাবলগুলোই প্রথমবারের মতো জাভা সাগর অতিক্রম করে নতুন রুটে যাচ্ছে। ফেসবুকের নেটওয়ার্ক ইনভেস্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট কেভিন সালভাদোরী জানান, এই ক্যাবল ট্রান্স-প্যাসিফিকের সামগ্রিক নেটওয়ার্কিং ক্ষমতা ৭০ শতাংশ বৃদ্ধি করবে।

আরও পড়ুনঃ প্রাণভয়ে পালানো শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

ফেসবুকের এই কর্মকর্তা জানান, গুগল এবং ইন্দোনেশীয় টেলিযোগাযোগ সংস্থা এক্সএল-এর অংশীদারিত্বে নির্মাণাধীন ইকো ক্যাবলটির কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হবে। আর ইন্দোনেশিয়ার টেলকমের সহযোগী সংস্থা তেলিন এবং সিঙ্গাপুরের কেপেল কর্পোরেশনের অংশীদারিত্বে নির্মিত বাইফ্রস্টটি সম্পন্ন হবার কথা ২০২৪ সালের মধ্যে।

গত বছরে আফ্রিকা জুড়ে ৩৭ হাজার কিলোমিটার দীর্ঘ আন্ডারওয়াটার ক্যাবল তৈরির ঘোষণা দেয় ফেসবুক।

উল্লেখ্য, এর আগে সমুদ্র তলদেশে ক্যাবল স্থাপনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও হংকংকে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছিল ফেসবুক ও গুগল। কিন্তু তা মার্কিন সরকারের চাপে বাতিল হয়ে যায়। রয়টার্স

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh